১৭ বছর পর কারামুক্ত মিথ্যা মামলার শিকার বাবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৮:৩৩ পূর্বাহ্ণ
মিথ্যা মামলায় দীর্ঘ ১৭ বছর কারাভোগ শেষে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বাবরের ভগ্নিপতি সাদাত রহমান জানান, আজ দুপুর পৌনে ১টার দিকে তিনি কারাগার থেকে মুক্ত হন।
এর আগে, কারাগারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তার মুক্তির ঘোষণা দেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাভোগে থাকা বাবরকে স্বাগত জানাতে কারাগারের বাইরে ভিড় করেন পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী এবং জনসাধারণ। এ সময় জনতার উপচে পড়া ভিড় ও আবেগঘন পরিবেশ দেখা যায়।
সম্প্রতি, ১০ ট্রাক অস্ত্র মামলাসহ তার বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলায় তিনি খালাস পান এবং অবশেষে মুক্তি লাভ করেন।
আপনার মতামত লিখুন