জয়ের আনন্দ নিয়ে হোটেলে ফিরেই মায়ের মৃত্যুর সংবাদ পেলেন খালেদ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
জয়ের আনন্দ নিয়ে হোটেলে ফিরেই মায়ের মৃত্যুর সংবাদ পেলেন খালেদ।

জীবন কখন, কোন মোড়ে আপনাকে দাঁড় করাবে, তা আগেভাগে কেউ বলতে পারে না। এমনই এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন বিপিএলের দল চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদ। ঘরের মাঠে দলের জয়ে মুখে হাসি নিয়ে মাঠ ছাড়লেও, সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি। হোটেলে ফিরে জীবন তাকে দিল সবচেয়ে বড় ধাক্কা—তার মা আর পৃথিবীতে নেই।

বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন খালেদের মা। সিলেটের এই পেসারের মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে চিটাগং কিংস। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে এক ফেসবুক পোস্টে তারা শোক প্রকাশ করে লিখেছে, “প্রিয় মাকে হারানোর শোকে খালেদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।”

খালেদের প্রতি সহমর্মিতা জানিয়েছে বিপিএলের আরেক দল সিলেট স্ট্রাইকার্সও। তারা লিখেছে, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট স্ট্রাইকার্স পরিবার গভীর শোক প্রকাশ করছে। আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

চিটাগং কিংসের ফেসবুক পোস্টের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদের মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। মধ্যরাতে সেই দুঃসংবাদটি নিশ্চিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ বছর বয়সী জাতীয় দলের এই পেসার চট্টগ্রামে দলের সঙ্গেই অবস্থান করছেন।

মায়ের মৃত্যুর খবর পাওয়ার আগ পর্যন্ত দিনটি খালেদের জন্য দারুণ কেটেছিল। মাঠে দলের দাপুটে জয়ের দিনে বল হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছিলেন ২টি উইকেট। সেদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারায় চিটাগং কিংস, যা ছিল তাদের টানা চতুর্থ জয়। দলের এই দুর্বার জয়ে বড় অবদান রেখেছেন খালেদও। এখন পর্যন্ত ৫ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৮ উইকেট।