সাইফ আলী খান ছুরিকাঘাতে আহত: অস্ত্রোপচারের মাধ্যমে মেরুদণ্ড থেকে ছুরির ভাঙা অংশ অপসারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ
সাইফ আলী খান ছুরিকাঘাতে আহত: অস্ত্রোপচারের মাধ্যমে মেরুদণ্ড থেকে ছুরির ভাঙা অংশ অপসারণ করা হয়েছে।

অস্ত্রোপচারের মাধ্যমে বলিউড অভিনেতা সাইফ আলি খানের মেরুদণ্ড থেকে ছুরির ভাঙা অংশ অপসারণ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো শুক্রবার এই অস্ত্রের ছবি প্রকাশ করেছে।

এর আগে, বৃহস্পতিবার ভোররাতে সাইফ আলি খানের বাড়িতে ঢুকে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। এসময় ছুরির একটি ভাঙা অংশ তার মেরুদণ্ডে আটকে যায়।

বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের চিফ অপারেটিং অফিসার, নীরজ উত্তমণি, জানান, “ছুরিটি তার পিঠে প্রায় ২ মিলিমিটার গভীরভাবে ঢুকে গিয়েছিল, যা প্রাণঘাতী হতে পারত। তবে দ্রুত চিকিৎসা পাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।”

তিনি আরও বলেন, “হাসপাতালে আনার সময় সাইফ পুরো রক্তাক্ত ছিলেন। তবু, তিনি সিংহের মতো আত্মবিশ্বাস নিয়ে ছেলে তৈমুরের হাত ধরে হাসপাতালে ঢুকেছিলেন। রূপালী পর্দায় হিরোগিরি এক জিনিস, আর বাস্তবে এমন আক্রমণ থেকে বেরিয়ে আসা একেবারেই আলাদা।”

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে সাইফ অনেকটাই সুস্থ। তাকে আইসিইউ থেকে স্পেশাল রুমে স্থানান্তর করা হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

চিকিৎসকদের মতে, “তার সব শারীরিক প্যারামিটার এখন ঠিক আছে। আজ তাকে হেঁটানো হয়েছে এবং তিনি হাঁটতে কোনো অসুবিধা অনুভব করেননি। তবে পিঠের ক্ষত থেকে ইনফেকশনের আশঙ্কা রয়েছে, তাই তাকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

তারা আরও জানান, “মেরুদণ্ডে আঘাতের কারণে এক ধরনের তরল বের হচ্ছিল। সেকারণে অন্তত এক সপ্তাহের জন্য তাকে অতিরিক্ত নড়াচড়া থেকে বিরত থাকতে হবে, যাতে পুনরায় কোনো জটিলতা বা ইনফেকশন না হয়।”