একই দিনে ১৯ উইকেট—রেকর্ড গড়ার দিন ফিরে এলো বাংলাদেশের মুলতান-দুঃখ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ
একই দিনে ১৯ উইকেট—রেকর্ড গড়ার দিন ফিরে এলো বাংলাদেশের মুলতান-দুঃখ।

Cricket ball resting on a cricket bat on green grass of cricket pitch

এক দিনে ১৯ উইকেট পড়েই রেকর্ড হলো পাকিস্তানে। বিশ্ব রেকর্ডের ধারেকাছেও নেই সংখ্যাটা। এক দিনে সবচেয়ে বেশি উইকেট পড়ার তালিকায় মুলতানের আজকের দিনটা আছে ৩৭ নম্বরে।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ২০০৩ সালের মুলতান টেস্টটি একটি চিরকালীন দুঃখের মুহূর্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইনজামাম-উল-হকের অতিমানবীয় ইনিংসে বাংলাদেশের জয় কেড়ে নেয় পাকিস্তান। ২৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৬৪ রানে সপ্তম এবং ২০৫ রানে অষ্টম উইকেট হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে ইনজামাম প্রথমে সাব্বির আহমেদ, পরে উমর গুল ও ইয়াসির আলীকে নিয়ে বাংলাদেশের জয়ের আশা শেষ করেন।

এখন ২২ বছর পর কেন আবার সেই দুঃখজনক স্মৃতিগুলো ফিরে আনা হলো? কারণ, সেই ম্যাচে ঘটে যাওয়া একটি রেকর্ড আজ ভেঙে গেছে। পাকিস্তানের মাটিতে টেস্টে এক দিনে সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ড আজ মুলতানেই ভাঙল। আকস্মিকতা এখানেই শেষ নয়, ২০০৩ সালে এই রেকর্ডটি হয়েছিল ম্যাচের দ্বিতীয় দিনে, আর আজও সেই মুলতান টেস্টের দ্বিতীয় দিনে ভাঙল সেই রেকর্ড।