মতিঝিলে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করার সময় তিন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ
মতিঝিলে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করার সময় তিন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে।

রাজধানীর মতিঝিল এলাকায় এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই করার সময় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজারবাগ এলাকায় একটি রিকশা থামিয়ে ওই তিনজন ছিনতাইকারী একটি নারীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তারা নারীর ওপর হত্যার হুমকিও দেয়।

পুলিশ ঘটনাটি জানতে পেরে ছিনতাইকারীদের ধাওয়া শুরু করে, এতে তিনটি পুলিশ দল অংশ নেয়। এক পর্যায়ে মতিঝিলের আরামবাগ এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে দলের নেতা দ্বীন ইসলাম, যিনি ইতোমধ্যে অন্য একটি মামলায় অভিযুক্ত, এবং সহকারী ছিনতাইকারী জাহাঙ্গীর কবির (৩৫) ও মো. শরীফ (১৯) রয়েছেন। এরা দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে ছিনতাই করছিলেন।