ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তায় সহায়তা করবে না ওয়াশিংটন ডিসি পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তায় সহায়তা করবে না ওয়াশিংটন ডিসি পুলিশ।

আগামী সোমবার (২০ জানুয়ারি) নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ (এমপিডি) ছাড়াও সাতটিরও বেশি স্থানীয় পুলিশ বিভাগ অংশগ্রহণ করবে না। এমপিডির পদ্ধতিগত কার্যক্রম নিয়ে প্রগতিশীল এবং রক্ষণশীল উভয় পক্ষের সমালোচনার কারণে এসব বিভাগ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এতে এমপিডি কয়েকশ’ অফিসারের সহায়তা হারাতে পারে, যা সাধারণত বড় ধরনের অনুষ্ঠানের নিরাপত্তায় প্রয়োজনীয়। যদিও এমপিডি দাবি করেছে যে নিরাপত্তার জন্য হাজার হাজার অফিসার মোতায়েন থাকবে।

কিছু স্থানীয় পুলিশ বিভাগ অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ না করার কারণ অস্পষ্ট রেখেছে। তবে, একটি বিভাগ জানিয়েছে যে, তাদের সিদ্ধান্তের পেছনে এমপিডির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে মতবিরোধ রয়েছে। মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টি পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘আমাদের বর্তমান এমওইউ-এর ভিত্তিতে এমপিডিকে সহায়তা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এছাড়াও, মেরিল্যান্ডের হাওয়ার্ড ও কুইন অ্যান’স কাউন্টি এবং ফ্রেডেরিক কাউন্টি শেরিফের বিভাগ কর্মী সংকট এবং প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে নিরাপত্তায় অংশ নেবে না।

অন্যদিকে, অ্যান অ্যারুন্ডেল কাউন্টি, মেরিল্যান্ড স্টেট পুলিশ এবং প্রিন্স জর্জেস কাউন্টি জানিয়েছে তারা ক্যাপিটল পুলিশকে সহায়তা করবে, তবে এমপিডিকে নয়। এর ফলে বোঝা যায়, এই সিদ্ধান্ত মূলত এমপিডির সঙ্গে কাজ করার ক্ষেত্রে সমস্যা থেকেই এসেছে, অভিষেক অনুষ্ঠান নিয়ে নয়।

অভিষেক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এমপিডির শক্তি ব্যবহারের নীতিমালা নিয়ে কিছু বিভাগের আপত্তি রয়েছে। যদিও এমপিডি তাদের নীতিমালার একটি লিঙ্ক শেয়ার করেছে, তবে অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি।

এমপিডি জানিয়েছে, অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয়, রাজ্য এবং ফেডারেল অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। তবে তাদের অতিরিক্ত নির্দেশিকা এবং নিরাপত্তা প্রস্তুতির বিষয়ে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেয়নি।

এদিকে, ইউএস সিক্রেট সার্ভিসের ওয়াশিংটন ফিল্ড অফিসের প্রধান জানিয়েছেন, এবারের অভিষেক একটি “উচ্চ ঝুঁকির পরিবেশ” হবে এবং গত এক বছর ধরে এর নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। ডব্লিউটিওপি নিউজের তথ্য অনুযায়ী, প্রায় ২৫,০০০ সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই অনুষ্ঠানের নিরাপত্তায় অংশ নেবে। তবে স্থানীয় বিভাগগুলোর সিদ্ধান্ত এমপিডির প্রস্তুতি এবং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে।