অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি পুনরায় জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পুনরায় জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, সোমবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দেন।
জ্যাকবসন জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশে চলমান উন্নয়ন, সন্ত্রাস দমন এবং অন্যান্য বিষয়গুলোর জন্য সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। সাক্ষাৎকালে ড. ইউনূস তাকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার উদ্যোগ এবং পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে অবহিত করেন।
এছাড়া, তিনি বলেন, ফেব্রুয়ারির শুরুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হবে এবং সরকারের সহায়ক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। জ্যাকবসন কিছু সাংবাদিকের গ্রেফতার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, এবং প্রধান উপদেষ্টা ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেন।
বৈঠকে ঢাকা-প্রতিবেশী সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ড. ইউনূস রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে তাদের প্রত্যাবাসনে মার্কিন সমর্থন কামনা করেন।
আপনার মতামত লিখুন