তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ থেকে সুবিধা নেওয়া ব্যক্তিরা এখন বিএনপিতে যোগ দিতে চাইছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ
তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ থেকে সুবিধা নেওয়া ব্যক্তিরা এখন বিএনপিতে যোগ দিতে চাইছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর সুবিধাভোগী অনেকেই বিএনপিতে যোগ দিতে চাইছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শে অবিচল থাকার পরামর্শ দিয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “৫ আগস্টের পরে অনেকেই দলে ভিড়তে শুরু করেছে, কিন্তু তাদের অতীত নির্যাতন-নিপীড়ন ভুলে গেলে চলবে না। বিএনপি লড়াই করেছে জনগণের জন্য, সুবিধাভোগীদের জন্য নয়। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে যেন এমন কেউ দলে ভিড়তে না পারে।”

তিনি আরও বলেন, আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে। জনগণের সমর্থনই বিএনপির মূল শক্তি, এবং তাদের পাশে থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান মনে করিয়ে দেন, “যদি জনগণ ক্ষিপ্ত হয়, স্বৈরাচার কোনোভাবেই টিকে থাকতে পারে না। দিনশেষে জনগণের জয়ই হয়।”

তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য প্রয়োজন জবাবদিহিতা, সুশাসন এবং সবার ভোটের অধিকার নিশ্চিত করা।