বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) থেকে ড. পুতুলকে অপসারণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৪:১০ অপরাহ্ণ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) থেকে ড. পুতুলকে অপসারণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ থেকে সরানোর জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে। রোববার (১৯ জানুয়ারি) এ তথ্য দুদক সূত্র নিশ্চিত করেছে।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, সায়মা ওয়াজেদ পুতুলের আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও শেখ হাসিনা তার ক্ষমতা অনৈতিকভাবে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক তথ্য যাচাই শেষে দুদক ১৫ জানুয়ারি এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

তিনি আরও জানান, অনুসন্ধানকারী দল প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট স্থানে চিঠি পাঠাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অনুসন্ধান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।