যুক্তরাষ্ট্রে ‘বহিরাগত’ প্রবেশ বিষয়ে ট্রাম্প কী মন্তব্য করেছেন?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে ‘বহিরাগত’ প্রবেশ বিষয়ে ট্রাম্প কী মন্তব্য করেছেন?

স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, সূর্যাস্তের পর যুক্তরাষ্ট্রে বহিরাগতদের প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। ওয়াশিংটনে প্রেসিডেন্সিয়াল র‌্যালিতে তিনি এ ঘোষণা দেন, যা তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ।

অভিবাসন নীতি বিষয়ে ট্রাম্প আগের মতোই দৃঢ় অবস্থান নিয়েছেন, যা তার নির্বাচনী প্রচারণার মূল ভিত্তি ছিল। নির্বাচনে জয়ী হওয়ার পর, তিনি দেশবাসীকে তার শাসনামলের প্রথম ১০০ দিনে কঠোর অভিবাসন নীতি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, “ক্ষমতায় ফেরার পর, আগামীকাল সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আমাদের সীমান্তে বহিরাগতদের প্রবেশ বন্ধ হয়ে যাবে। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায়, তাদের দেশে ফিরে যেতে হবে।” ট্রাম্প তার উদ্বোধনী বক্তৃতায় অভিবাসন নীতি নিয়ে আক্রমণাত্মক পরিকল্পনা প্রকাশ করার প্রতিশ্রুতি দেন।

এদিকে, ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে মেক্সিকোতে অভিবাসী অধিকার সংস্থাগুলি বিক্ষোভ করেছে, যেখানে তারা স্লোগান ও ব্যানারে নিজেদের দাবি জানিয়েছে।