সরকার ৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি করছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮:২১ অপরাহ্ণ
সরকার ৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি করছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এবার কম দামে ইলিশ মাছ বিক্রি করার উদ্যোগ নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ৪৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ মাছ কেজিপ্রতি ৬০০ টাকা দরে বিক্রি করছে।

১৯ জানুয়ারি, রবিবার দুপুরে ঢাকা শহরের কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্য বিতানে মাছ বিক্রি শুরু হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ইলিশ মাছ বিপণন কর্মসূচি বাস্তবায়ন করতে বিএফডিসি এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন যৌথভাবে কাজ করছে।

বিএফডিসি’র তথ্য অনুযায়ী, কম দামে ইলিশ মাছ বিক্রির উদ্দেশ্য হলো জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে মাছ পৌঁছে দেওয়া এবং সরবরাহ ও মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা।

বিএফডিসির চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে, তাই তারা ভর্তুকি মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নিয়েছে। তারা প্রায় ১,৭০০ কেজি মাছের দুটি চালান পেয়েছে।

বর্তমানে বিক্রয়যোগ্য ইলিশ মাছের পরিমাণ ৮৫০ কেজি, এবং এটি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করা হবে। সুরাইয়া আখতার জাহান জানান, ক্রেতাদের সুবিধার জন্য টিসিবির মতো রেশনিং সিস্টেমে মাছ বিক্রি করা হবে। একেকজন গড়ে এক থেকে দেড় কেজি মাছ কিনতে পারবেন, যা বিএফডিসির প্যাকেটে থাকবে।

এগুলো বঙ্গোপসাগর থেকে ফিশিং জাহাজের মাধ্যমে ধরা হয়েছে।