দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথ নেওয়ার প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। শপথ নেওয়ার পর ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় উদ্বোধনী প্যারেডে অংশ নিয়ে কিছু নির্বাহী আদেশে সই করেন তিনি। এরপর ওভাল অফিসে গিয়ে আরও কয়েকটি আদেশে সই করেন। ট্রাম্পের এই পদক্ষেপগুলোকে উপস্থিত জনতা করতালির মাধ্যমে স্বাগত জানায়। এমনকি, তিনি আদেশে সই করার পর ব্যবহৃত কলমগুলো জনতার উদ্দেশে ছুড়ে দিয়ে তাদের উচ্ছ্বাস আরও বাড়ান।
জলবায়ু বিষয়ক সিদ্ধান্ত ছাড়াও, ট্রাম্প ফেডারেল কর্মপরিসরে পরিবর্তন আনার এবং বাইডেন প্রশাসনের সময় জারি করা ৭৮টি নির্বাহী আদেশ বাতিলের ঘোষণা দেন। হোয়াইট হাউস জানিয়েছে, তার আদেশগুলোতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা এবং অভিবাসন ও সীমান্ত অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
ট্রাম্পের প্রথম মেয়াদেও তিনি যুক্তরাষ্ট্রকে প্যারিস চুক্তি থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন, যা পরবর্তীতে প্রেসিডেন্ট জো বাইডেন বাতিল করেন। দ্বিতীয় মেয়াদে তিনি বাইডেনের আরও কিছু গুরুত্বপূর্ণ আদেশ বাতিল করেছেন, যার মধ্যে ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন গাড়ির ৫০ শতাংশ বৈদ্যুতিক করার লক্ষ্য নির্ধারণের আদেশ অন্যতম।
শপথগ্রহণের ভাষণে ট্রাম্প বলেন, তিনি ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করবেন। তার মতে, তেল হলো দেশের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে আনার মূল চাবিকাঠি। এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি আর্কটিক অঞ্চলের ১ কোটি ৬০ লাখ একর জমিতে তেল উত্তোলনের ওপর বাইডেনের নিষেধাজ্ঞা বাতিল করেন।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এসব সিদ্ধান্ত দেশীয় জ্বালানি উৎপাদন বৃদ্ধি এবং অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন