অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসে, প্রতিমাসে গড়ে ৩১৩ জনের হত্যাকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৩:৫০ পূর্বাহ্ণ
অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসে, প্রতিমাসে গড়ে ৩১৩ জনের হত্যাকাণ্ড ঘটেছে।

<span;><span;>দেশের শেষ পাঁচ মাসে এক হাজারে ৫৬৫ জন খুন হয়েছে, যা প্রতি মাসে গড়ে ৩১৩ জন খুনের ঘটনা ঘটে। এই সময়কালে হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে দেড় হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। পুলিশ, হাসপাতাল ও হতাহতের পরিবার সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

<span;>চলতি বছরের জানুয়ারিতেও হত্যাকাণ্ডের ঘটনা অব্যাহত রয়েছে, যেখানে প্রতিদিন একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। পুলিশ বলছে, তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে এবং অভিযানে অনেক অপরাধীকে গ্রেপ্তারও করা হয়েছে।

<span;>এছাড়া, পুলিশের মতে, হত্যাকাণ্ডের মূল কারণগুলোর মধ্যে পূর্বশত্রুতা, রাজনৈতিক আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, সম্পত্তির লোভ এবং সম্পর্কের টানাপড়েন রয়েছে। গত বছর ২০২৪ সালে দেশে মোট ৩,৪৩২ জন খুন হয়েছে, যার মধ্যে পেশাজীবীর সংখ্যা বেশি। খুনের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং একাধিক অপরাধমূলক ঘটনা যেমন চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি ঘটছে।

<span;>ঢাকার বিভিন্ন এলাকায় হত্যা, ছিনতাই এবং ডাকাতির ঘটনা বেড়েছে, এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপরাধ প্রতিরোধের জন্য কাজ করছে। তবে, বিশ্লেষকরা মনে করছেন, সমাজে বিশৃঙ্খলা এবং অপরাধ বাড়ার পেছনে কিছু সামাজিক অপরাধের কারণ রয়েছে, যা দ্রুত সমাধান করা দরকার।

<span;>অপরাধ বিশ্লেষকদের মতে, মানুষের মধ্যে সহিংস প্রবণতা ও হত্যাকাণ্ডের হার বাড়ার মূল কারণ সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট।