ঢাকার বায়ুর উন্নতির কোনো ইঙ্গিত নেই, দূষণের কারণে এখনও বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে শহরটি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৩:৪২ পূর্বাহ্ণ
ঢাকার বায়ুর উন্নতির কোনো ইঙ্গিত নেই, দূষণের কারণে এখনও বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে শহরটি।

ঢাকায় বায়ু দূষণের পরিস্থিতি উন্নতির কোন লক্ষণ দেখাচ্ছে না। শহরের বায়ু প্রায়ই অস্বাস্থ্যকর থাকে এবং কিছু কিছু দিন পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যে, তা দুর্যোগপূর্ণ হয়ে ওঠে। চলতি মাসে এমন একটিও দিন নেই যখন ঢাকাবাসী নির্মল বায়ু পেয়েছে। ২৩ জানুয়ারি, রোববার সকাল সাড়ে ৮টায় বিশ্বের ১২৪টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। গতকাল শনিবারও ঢাকাই ছিল দূষিত শহরগুলোর শীর্ষে। আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল ২১৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। আগের দিন, শুক্রবারও শহরের বায়ুর মান ছিল খুবই অস্বাস্থ্যকর এবং দূষণেও ঢাকাই ছিল শীর্ষে।

আইকিউ এয়ার, একটি সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান, নিয়মিতভাবে শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে এবং তাৎক্ষণিক সূচকের মাধ্যমে মানুষের কাছে তথ্য পৌঁছায়। ঢাকাবাসীদের জন্য তাদের পরামর্শ, বাইরে বের হলে মাস্ক পরা উচিত, খোলা জায়গায় ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে এবং ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

যদি কোনো এলাকায় তিন দিনের বেশি সময় ধরে বায়ুর মান ৩০০-এর বেশি থাকে, তবে সেখানে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করতে হয়। ঢাকায় এ মাসে একাধিক দিন বায়ু ৩০০-এর বেশি ছিল, এবং গত বুধবার বায়ুর মান ছিল ৫১৮, যা অতীতে দেখা যায়নি।

আজ ঢাকার তিনটি সবচেয়ে দূষিত এলাকা ছিল সাভারের হেমায়েতপুর (৩৬৪), কল্যাণপুর (৩৪২) এবং মার্কিন দূতাবাস (২৯৬)। ঢাকার বাইরেও দেশের অন্যান্য শহরের বায়ুর মানও খারাপ ছিল, যেমন চট্টগ্রামে ১২০, রাজশাহীতে ১৫৬ এবং খুলনায় ১৫৫।

ঢাকায় বায়ু দূষণের মূল উপাদান হলো অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫, যার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানের প্রায় ২৮ গুণ বেশি। ডিসেম্বরে, রাজধানী ঢাকায় বায়ু দূষণের পরিমাণ ছিল গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।