দেশে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে, তবে অপরাধীরা ধরাও পড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৭:৪৯ পূর্বাহ্ণ

দেশে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, তবে তিনি জানান, অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে। রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ৫ আগস্টের পর জেল থেকে পালানো অধিকাংশ আসামিকে আটক করা হয়েছে, তবে এখনও ৭০০ জন পলাতক। জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদেরও পুনরায় গ্রেপ্তার করা হবে।
এছাড়া, বন্দিদের স্বজনরা ‘09612021690’ নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য এবং সাক্ষাতের সিডিউল পেতে পারবেন। জুলাই ও আগস্টে যারা আহত হয়েছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আপনার মতামত লিখুন