“সব ধরনের পণ্যের দাম একসাথে কমবে, এমন আশা করি না”—এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ণ
“সব ধরনের পণ্যের দাম একসাথে কমবে, এমন আশা করি না”—এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “বাজারে সব পণ্যের দাম একসাথে বৃদ্ধি পাওয়া পৃথিবীর কোনো দেশে সম্ভব নয়, তেমনি সব পণ্যের দাম একযোগে কমে যাওয়ারও আমরা আশা করতে পারি না।”

এ কথা তিনি কাস্টমস দিবস উপলক্ষে ২৬ জানুয়ারি রোববার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক অনুষ্ঠানে বলেন। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে এই অনুষ্ঠানে তিনি চালের দাম প্রসঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “চালের দাম অনেক বেড়ে গেছে, মনে হচ্ছে যেন এক হাজার টাকা হয়ে গেছে, তবে আমরা জানি জনগণের কষ্ট হচ্ছে এবং অনেক কিছু তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমরা এটা উপলব্ধি করছি।”

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা একটু পজিটিভভাবে বিষয়গুলো দেখুন। বাংলাদেশে সব কিছুই খারাপ না, সব কিছুই ভালো না। মনে হচ্ছে যেন সব কিছুই নষ্ট হয়ে গেছে। পেঁয়াজের দাম কমেছে, আলুর দাম কমেছে, তবে চালের দাম বেড়েছে।”

তিনি আরও বলেন, “সরকার অনেক সময় শিশুর মতো হয়। ১০০ এর মধ্যে যদি ৭০ পাওয়া যায়, তবে সেটি ভালো, কিন্তু কেউ যদি বলে ১০০ এর মধ্যে ৭০ কেন, ১০০ কেন পাওয়া গেল না, তাহলে কেউ কাজ করতে পারবে না। আমি অনেক সমালোচনার শিকার হয়েছি, যেমন ভ্যাট বাড়ানোয়। এর পেছনের কারণ আমরা সবসময় বলি না। তাই ভালো কাজের জন্য উৎসাহ দেওয়া উচিত, খারাপ কাজের জন্য সমালোচনা করা উচিত।”

অর্থ উপদেষ্টা জানান, “ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প বাস্তবায়নে ৬ বছর লেগেছে, যা অস্বাভাবিক। অনেক নতুন আইন ও পদ্ধতি তৈরি করা হয়েছে, কিন্তু সমস্যার মূল কারণ হচ্ছে বাস্তবায়ন।”