অধিভুক্তি বাতিলের পর পদত্যাগের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে রাজধানীর সাত সরকারি কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ দাবি করেছেন এবং এর মধ্যে দাবি পূরণ না হলে নিউমার্কেট থানা ঘেরাও করার হুমকি দিয়েছে। তারা সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দিতে রাজি নয়।
সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজে সাত কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তারা এসব কথা জানান। এছাড়া, শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নের দাবি জানায়।
আজ দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারে ছয় দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে ছিল ঢাবির শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘাতের জন্য ঢাবি প্রশাসনের ক্ষমা প্রার্থনা এবং মামুন আহমেদের পদত্যাগ।
আপনার মতামত লিখুন