আইনজীবী আলিফ হত্যা মামলায় আরও ১১ জন আসামি গ্রেপ্তার হয়েছেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় পুলিশ আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় এবং পরে আদালতে তোলা হয়। চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গ্রেপ্তারকৃতদের নাম আগে আটক হওয়া আসামিদের স্বীকারোক্তিতে এসেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: প্রেমনন্দন দাশ বুজা (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) এবং দেবী চরণ (৩৬)। এর ফলে, এখন পর্যন্ত এই মামলায় ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নাকচের পর সনাতনী সম্প্রদায়ের লোকজন আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, এরপর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড ঘটে। আলিফের বাবা জামাল উদ্দিন ২৯ নভেম্বর কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন, যেখানে ৩১ জনের নাম উল্লেখসহ ১৫-১৬ জন অজ্ঞাত আসামি ছিলেন।
এছাড়া, আলিফের ভাই খানে আলম আইনজীবীদের ওপর হামলা, বিস্ফোরণ এবং ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন, যেখানে ১১৬ জন আসামি হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশের পক্ষেও তিনটি মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন