আজ মুক্তি পাচ্ছে জয়ার ছবি ‘বাগান বিলাস’।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ
আজ মুক্তি পাচ্ছে জয়ার ছবি ‘বাগান বিলাস’।

নতুন মিউজিক্যাল ফিল্ম নিয়ে ভিন্ন রূপে হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। জয়া আহসান ও সাদিয়া ইসলাম রোজার পরিচালনায় ‘বাগান বিলাস’ নামের মিউজিক্যাল ফিল্মটি ২৭ জানুয়ারি, সোমবার মুক্তি পাচ্ছে।

জয়া অনেক আগে থেকেই এই কাজের প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, আর এখন সেই মুক্তির দিন এসে গেছে। এটি রাত ৯টায় মুক্তি পাওয়ার কথা।

ফেসবুকে এক পোস্টে জয়া জানিয়েছিলেন, ‘আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।’

এই গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম এবং প্রীতম হাসান, যারা গান ছাড়াও জয়ার সঙ্গে অভিনয় করেছেন।

এর আগে ২০ জানুয়ারি, ফেসবুকে প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে একটি ছবি শেয়ার করে জয়া জানিয়ে ছিলেন, তারা একটি রোমাঞ্চকর কাজ করছেন, যার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষা এখন শেষ হতে যাচ্ছে।