ইসরায়েলি গুলিতে লেবাননে নিহত ২২, আহত ১২৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ
ইসরায়েলি গুলিতে লেবাননে নিহত ২২, আহত ১২৪

দক্ষিণ লেবাননে ঘরে ফেরা বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণে অন্তত ২২ জন নিহত ও ১২৪ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন ছাড়ার কথা থাকলেও, চুক্তির শর্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে সেনা প্রত্যাহার স্থগিত করে ইসরায়েল।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে নিজেদের এলাকায় ফিরতে শুরু করা বাসিন্দাদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

লেবানন ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এ ঘটনায় দক্ষিণ লেবাননে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।