গাজা খালি করতে বাসিন্দাদের অন্য দেশে পাঠানোর পরিকল্পনা করছেন ট্রাম্প।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৩:০২ পূর্বাহ্ণ
গাজা খালি করতে বাসিন্দাদের অন্য দেশে পাঠানোর পরিকল্পনা করছেন ট্রাম্প।

FILE PHOTO: U.S. President Donald Trump signs documents as he issues executive orders and pardons in the Oval Office at the White House on Inauguration Day in Washington, U.S., January 20, 2025. REUTERS/Carlos Barria/File Photo

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে গাজা উপত্যকা খালি করার পরিকল্পনা করেছেন। তিনি মিসর ও জর্ডানকে গাজার বাসিন্দাদের আশ্রয় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। শনিবার, প্রেসিডেন্ট হিসেবে তাঁর দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর এক সপ্তাহে ট্রাম্প এই মতামত ব্যক্ত করেন, যা গাজায় জাতিগত নিধনের আশঙ্কা সৃষ্টি করেছে।

ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি চান আরও ফিলিস্তিনি মিসর ও জর্ডানে আশ্রয় গ্রহণ করুক। তিনি এই বিষয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে আলোচনা করবেন। ট্রাম্প বলেন, “আমি চাই মিসর গাজা থেকে আরও ১৫ লাখ মানুষ নিয়ে যাক এবং গাজা খালি করতে হবে।”

তিনি গাজার পরিস্থিতি তুলে ধরে বলেন, গাজা এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে বাস করা মানুষরা হয়ত সেখানে থাকতে পারবেন না। তাঁর মন্তব্যে গাজার প্রতিরোধ সংগঠন প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে) তীব্র প্রতিবাদ জানিয়ে এটি যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের মন্তব্য জাতিগত নিধনের নতুন অধ্যায় সৃষ্টি করতে পারে, যেহেতু এটি ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে।

এছাড়া, ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়ে ইসরায়েলকে ২০০০ পাউন্ডের বোমা সরবরাহের অনুমতি দিয়েছেন, যা গাজার রাফা শহরের ফিলিস্তিনি উদ্বাস্তুদের উপর হামলার জন্য ব্যবহার হতে পারে।