ঢাকা অচল করার জন্য অবরোধের ডাক দিয়েছে ৭ কলেজের ছাত্ররা।

আজ, সোমবার (২৭ জানুয়ারি), সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা শহরকে অচল করে দিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনির্দিষ্টকালীন অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। রাতে, আন্দোলনকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের জানিয়েছেন যে, পুলিশি হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ চালিয়ে যাবেন। এ সময় তারা সকল পরীক্ষা বয়কট করার সিদ্ধান্তও নিয়েছেন।
এর আগে, রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায়, সাত কলেজের শিক্ষার্থীরা প্রো-ভিসি’র সঙ্গে পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে তাদের সাথে ‘দুর্ব্যবহার’ করার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে, সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে তারা অবরোধ শুরু করেন। এরপর, প্রো-ভিসি ড. মামুন আহমেদকে ক্ষমা চাইতে সময় দিতে সাত কলেজের শিক্ষার্থীরা ঘোষণা করেন। কিন্তু তার সাড়া না পাওয়ায় রাত ১১টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঘেরাও করার জন্য মিছিল করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিবাদে নীলক্ষেতের ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ এলাকায় অবস্থান নেন, এবং দীর্ঘ সময় মুখোমুখি অবস্থান নেওয়ার পর, পুলিশি ধাওয়া ও সাউন্ড গ্রেনেডের আওয়াজে আন্দোলনকারীরা ঢাকা কলেজের সামনে চলে যান। কিছু সময় পরে, তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন আহত শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যারা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিউমার্কেট এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন