ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ অন্তর্ভুক্ত থাকবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজ আর বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকবে না। ২০২৪-২৫ সেশন থেকে এই কলেজগুলোর শিক্ষার্থীদের ঢাবির অধীনে ভর্তি করা হবে না। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ এই ঘোষণা দেন।
এই সিদ্ধান্তের আওতায়: ১. সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মানজনকভাবে আলাদা করা হবে। ২. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাবির অধীনে ভর্তি নেওয়া হবে না। ৩. শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য বিশেষজ্ঞ কমিটি আসনসংখ্যা, ভর্তি ফি ইত্যাদি নির্ধারণ করবে। ৪. বর্তমানে ঢাবির অধীনে পড়ুয়া শিক্ষার্থীদের পড়াশোনা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নজর রাখবে। ৫. প্রায় আট বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই সাত কলেজ ঢাবির অধীনে আসলেও সমস্যাগুলো সমাধান হয়নি, বরং নতুন সমস্যা সৃষ্টি হয়েছে। এসব কলেজের শিক্ষার্থীরা এখন নিজস্ব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলেছেন, তবে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে রাজি নন।
আপনার মতামত লিখুন