ঢাবি থেকে আলাদা পথে সাত কলেজ, তৈরি হবে নতুন কাঠামো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১:২১ অপরাহ্ণ
ঢাবি থেকে আলাদা পথে সাত কলেজ, তৈরি হবে নতুন কাঠামো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজকে পৃথক কাঠামোতে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৪-২৫ সাল থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সোমবার ঢাবি উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সাত কলেজের শিক্ষার্থীদের দাবিসমূহ নিয়ে আলোচনা করে সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্তের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তগুলো হলো:
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সাত কলেজকে সম্মানজনকভাবে পৃথকীকরণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
২. সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের ক্ষেত্রে পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে আর কোনো ভর্তি কার্যক্রম পরিচালিত হবে না।
৩. শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়।
৪. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আসন সংখ্যা এবং ভর্তি ফি নির্ধারণসহ অন্যান্য বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
৫. বর্তমানে ঢাবির অধীনে থাকা শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস জানিয়েছেন, সাত কলেজ আর ঢাবির অধীনেও থাকবে না, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায়ও পরিচালিত হবে না। বরং শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই কলেজগুলো পরিচালনার জন্য আলাদা কাঠামো তৈরি করা হবে।

ছাত্র-শিক্ষক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “ছাত্র-শিক্ষকের সম্পর্ক সুন্দর ও জ্ঞানভিত্তিক হওয়া উচিত। তবে ঢাবি প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা একেবারেই কাম্য নয়।”

ঢাবি প্রশাসন এবং সাত কলেজ কর্তৃপক্ষ একযোগে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে এবং শিক্ষার্থীদের দাবি পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।