ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে একাংশের ঝাড়ুমিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে সোমবার সন্ধ্যায় একাংশের নেতা-কর্মীরা ঝাড়ুমিছিল করেন। কুমারশীল মোড়ে শুরু হওয়া এই মিছিলে অংশগ্রহণকারীরা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলন স্থগিত না হলে প্রতিদিন সন্ধ্যায় বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে, জেলা বিএনপির সম্মেলন নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। দুই দফায় সম্মেলনের তারিখ নির্ধারণ হলেও কেন্দ্রীয় বিএনপি তা পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নতুন তারিখ ঘোষণা করে।
বিক্ষোভ শেষে, বিএনপির একাংশের নেতা-কর্মীরা টেংকেরপাড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন। বক্তারা আগামী সম্মেলন অবৈধ ঘোষণা করে দলের ত্যাগী নেতা-কর্মীদের পক্ষে আন্দোলন চালানোর প্রতিশ্রুতি দেন। একই সময়ে, সম্মেলনের পক্ষে অন্য একটি পক্ষ শহরতলিতে মিছিল বের করলেও তারা শহরের ভেতরে প্রবেশ করতে পারেনি।
আপনার মতামত লিখুন