শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাবি উপাচার্যের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৩:৫৫ পূর্বাহ্ণ
শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাবি উপাচার্যের বিবৃতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিবৃতি দিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে, ক্যাম্পাসের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। উপাচার্য শিক্ষার্থীদের ধৈর্য ধারণ এবং একতা বজায় রাখার অনুরোধ করেন। তিনি জানান, ২৭ জানুয়ারি সাত কলেজের অধ্যক্ষদের সাথে একটি জরুরি সভা হবে, যেখানে শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে আলোচনা করা হবে।