সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১১৫তম বারের মতো পেছাল।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১:০০ অপরাহ্ণ
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১১৫তম বারের মতো পেছাল।

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ২ মার্চ নির্ধারণ করেছে আদালত, যা ১১৫ বার পেছাল। সোমবার মামলার তদন্ত সংস্থা প্রতিবেদন না দাখিল করায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এই নতুন তারিখ ঘোষণা করেন।

এই মামলায় মোট আটজন আসামি রয়েছেন, যার মধ্যে রুনির বন্ধু তানভীর রহমান, নিরাপত্তারক্ষী এনাম আহমেদ (হুমায়ুন কবির), রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু (বারগিরা মিন্টু ও মাসুম মিন্টু), কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল এবং আবু সাঈদ অন্তর্ভুক্ত। প্রতিটি আসামিকে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও কেউই স্বীকারোক্তি দেননি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনিকে তাদের বাসায় হত্যা করা হয়। এরপর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে তদন্তের দায়িত্ব ছিল থানার এক উপ-পরিদর্শকের ওপর, তবে তদন্তের অগ্রগতি না হওয়ায় পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পরবর্তীতে র‌্যাবের কাছে মামলার তদন্ত হস্তান্তর করা হয়।

২০১৪ সালে হাইকোর্টের নির্দেশে র‌্যাবের তদন্ত থেকে এই মামলার দায়িত্ব হাইকোর্টের নতুন নির্দেশে একটি শক্তিশালী টাস্কফোর্সের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।