সাত কলেজ শিক্ষার্থীদের ছয় দফা দাবি: চার ঘণ্টার আল্টিমেটাম


ঢাকা কলেজসহ ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তাঁদের ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। দাবি পূরণে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গতকাল রোববার রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আজ সোমবার দুপুর ১২টায় ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার লিখিত বক্তব্য পাঠ করেন।
ছয় দফা দাবিগুলো হলো:
১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংঘাতের জন্য ক্ষমা চাইতে হবে এবং সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।
২. নিউমার্কেট থানার পুলিশ কর্তৃক ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা এবং অন্যান্য শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার জন্য জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন আচরণের জন্য দোষীদের আইনের আওতায় আনতে হবে।
৪. সাত কলেজের শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক ও প্রশাসনিক সম্পর্ক চূড়ান্তভাবে বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।
৫. উদ্ভূত পরিস্থিতি সমাধানে শিক্ষা উপদেষ্টা, ইউজিসি সদস্য, ঢাবি উপাচার্য ও সাত কলেজের প্রতিনিধিদের নিয়ে দ্রুত উচ্চ পর্যায়ের বৈঠক করতে হবে।
৬. ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকায় সিটি করপোরেশনের রাস্তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।
সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে সজিব উদ্দিন বলেন, “দাবি পূরণে চার ঘণ্টার মধ্যে কোনো অগ্রগতি না দেখলে আমরা কঠোর কর্মসূচি পালন করব।”
রোববার রাতে সংঘর্ষের ঘটনা নিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, ঢাবি শিক্ষার্থীরা তাদের ওপর আক্রমণ করেছে এবং পুলিশের পক্ষপাতমূলক আচরণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। পরিস্থিতি সামলাতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং বিজিবি মোতায়েন করা হয়।
এই ঘটনার পর, সাত কলেজের সব পরীক্ষাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা আজ স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা আগামী দিনের জন্য কর্মসূচি ঘোষণার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জোর দাবি জানিয়েছে।
আপনার মতামত লিখুন