সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৩:১৭ পূর্বাহ্ণ
সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে ঢাকা শহরের ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, এমন তথ্য জানিয়েছেন ডিবির প্রধান রেজাউল করিম মল্লিক। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের সময় একাধিক মামলা রয়েছে এবং সোমবার তাকে আদালতে পেশ করে রিমান্ডের আবেদন করা হবে। ডা. এনামুর রহমান দশম এবং একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি এনাম মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও। গত বছর, দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।