সৌদি আরবের জাতীয় সংগীতের নতুন সংস্করণ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারজয়ী হান্স জিমারকে।

সৌদি আরব তার সংগীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে, অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমারকে দেশটির জাতীয় সংগীতের নতুন সংস্করণ এবং অন্যান্য প্রকল্পে কাজ করতে আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি বিনোদন কর্তৃপক্ষের চেয়ারম্যান তুর্কি আলালশিখ এই খবর জানিয়েছেন। তিনি বলেন, জিমারের সঙ্গে আলোচনা হয়েছে সৌদি জাতীয় সংগীতের জন্য নতুন বাদ্যযন্ত্রের প্রয়োগ এবং একটি নতুন মৌলিক সংগীত “অ্যারাবিয়া” রচনার বিষয়ে। এছাড়া, বড় কনসার্ট আয়োজন ও “দ্য ব্যাটল অব ইয়ারমৌক” সিনেমার সাউন্ডট্র্যাক তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে। আলালশিখ আশা করছেন শিগগিরই এসব প্রকল্পের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে। সৌদি জাতীয় সংগীত “আশ আল-মালিক” ১৯৪৭ সালে রচিত হয়, যা সৌদি বাদশা আবদুল আজিজের অনুরোধে তৈরি হয়। হ্যান্স জিমার হলিউডের অনেক জনপ্রিয় সিনেমার সংগীত রচনা করেছেন এবং তিনি ‘দ্য লায়ন কিং’ ও ‘ডুন’ সিনেমায় সংগীতের জন্য অস্কার পেয়েছেন।
আপনার মতামত লিখুন