৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে পারফর্ম করবেন যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ণ
৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে পারফর্ম করবেন যারা

আগামী ২ মার্চ (বাংলাদেশ সময় ৩ মার্চ) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এ বছরের জমকালো এই আসর সঞ্চালনা করবেন জনপ্রিয় কমেডিয়ান ট্রেভর নোয়া। ভ্যারাইটি, সিএসবি নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবারের গ্র্যামি মঞ্চে পারফর্ম করবেন এমন শিল্পীদের তালিকা প্রকাশ করেছে।

এবারের আসরে সর্বাধিক ১১টি মনোনয়ন পেয়েছেন বিশ্বখ্যাত গায়িকা বিয়ন্সে। তবে তিনি পারফর্ম করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। যদিও এবারের আসরে জনপ্রিয় তারকাদের পরিবেশনায় মঞ্চ দুলে উঠবে, সেটি নিশ্চিত।

ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্সের সংগীত ক্যারিয়ার নতুন গতিপথ পেয়েছে গত বছর। প্রায় এক যুগ আগে প্রথম অ্যালবাম প্রকাশ করলেও তাঁর ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ব্র্যাট ২০২৪ সালের অন্যতম সেরা অ্যালবাম হিসেবে বিবেচিত হয়েছে। এবারের গ্র্যামিতে সাতটি মনোনয়ন পাওয়া চার্লি পারফর্ম করবেন এবং তাঁর পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়েও ভক্তদের আগ্রহ থাকবে।

তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার এবং চ্যাপেল রোন গত বছর সংগীত জগতে বেশ আলোচনায় ছিলেন। গ্র্যামির মঞ্চে তাঁদের পরিবেশনায় শোনা যাবে জনপ্রিয় গান এসপ্রেসো, প্লিজ প্লিজ প্লিজ, এবং গুড লাক, বেবি!। এ ছাড়া তাঁরা একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছেন, যা তাঁদের ভক্তদের জন্য বাড়তি উত্তেজনা যোগ করবে।