ছাত্রদের আন্দোলনের চাপে সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন।

দুর্বার ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক মঙ্গলবার (২৮ জানুয়ারি) পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
দ্য গার্ডিয়ান জানায়, সোমবার সার্বিয়ার ছাত্ররা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে এবং এতে যোগ দেন কৃষকরাও। রাস্তা অবরোধের পর প্রধানমন্ত্রীর পদত্যাগের চাপ বাড়তে থাকে।
গত ১৫ নভেম্বর নোভি সাদ শহরের রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জনের মৃত্যু হয়, এ ঘটনার পর শিক্ষার্থীরা দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করে। তাদের দাবি, স্টেশন নির্মাণের সময় দুর্নীতি না হলে এত মানুষের প্রাণ হতো না।
সোমবার, প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিলেন। একই দিনে শিক্ষার্থীরা রাজধানীর প্রধান সড়ক অবরোধ করলে শহর কার্যত অচল হয়ে পড়ে।
নভেম্বরে আন্দোলন শুরুর পর শিক্ষার্থীদের ওপর হামলা বাড়তে থাকলেও তারা অব্যাহতভাবে আন্দোলন চালিয়ে যান। পরে আন্দোলনে সমর্থন জানাতে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিচারক, শিক্ষক ও ব্যবসায়ীও যুক্ত হন।
গতকাল আন্দোলনে সমর্থন জানাতে কৃষকরাও এগিয়ে আসেন এবং তাদের বিশাল ট্রাক্টর নিয়ে সড়ক অবরোধে অংশ নেন। রেলস্টেশনের ছাদ ধসে হতাহতের পর যোগাযোগমন্ত্রী গোরান ভেসিক পদত্যাগ করেন, তবে আন্দোলন তাতে থেমে যায়নি।
আপনার মতামত লিখুন