ঢাকার বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে, ৫ এলাকা ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৬:২৭ পূর্বাহ্ণ
ঢাকার বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে, ৫ এলাকা ঝুঁকিপূর্ণ

বায়ুদূষণে আজও শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। আইকিউএয়ারের সূচক অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার একিউআই স্কোর ২৭৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত।

ঢাকার গোড়ান (৫৯১), হেমায়েতপুর (৪৯৯), মার্কিন দূতাবাস এলাকা (৩৬৬), বেচারাম দেউড়ি (৩৩০) ও মিরপুর ইস্টার্ন হাউজিং (৩২২) ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে ঢাকার বাতাসে পিএম ২.৫ মাত্রা প্রায় ৪০ গুণ বেশি। এ তালিকায় ঢাকার পর লাহোর (২৫৭) ও দিল্লি (২৩৫) রয়েছে।

স্কোর ৩০১-এর বেশি হলে বায়ুর মান দুর্যোগপূর্ণ ধরা হয়।