তাহলে কি ওই কনস্টাস দল থেকে বাদ পড়ছেন?

এবারের সিরিজ এবং প্রতিপক্ষ আলাদা, তবে আলোচনায় রয়েছেন স্যাম কনস্টাস, তবে এবার একটু ভিন্নভাবে।
বোর্ডার–গাভাস্কার ট্রফিতে দাপট দেখানো ১৯ বছর বয়সী এই তরুণ গলে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন কি না, তা নিয়ে নানা আলোচনা চলছে। অধিনায়ক স্টিভ স্মিথের মন্তব্য থেকে মনে হচ্ছে, কনস্টাস হয়তো শুধু গলে অনুশীলন করেই সময় কাটাবেন।
এমনিতে গলে কনস্টাসের খেলা উচিত ছিল। মেলবোর্নে অভিষেক ইনিংসে তিনি দুর্দান্ত ৬০ রান করেছিলেন। সিডনিতে বড় ইনিংস খেলতে না পারলেও, তাঁর আক্রমণাত্মক ব্যাটিং অস্ট্রেলিয়াকে কিছুটা এগিয়ে রেখেছিল। তবে কনস্টাসের না খেলার পেছনে থাকতে পারে অস্ট্রেলিয়ার একটি কৌশলী সিদ্ধান্ত। স্টিভ স্মিথ নিশ্চিত করেছেন, গলে ওপেনিংয়ে খেলবেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটসম্যান ট্রাভিস হেড। পাশাপাশি উসমান খাজার জায়গাও নিশ্চিত। সেক্ষেত্রে কনস্টাসের জন্য খেলায় জায়গা কোথায়?
গল টেস্ট শুরুর আগে স্মিথ বলেছেন, ‘ট্রাভ ওপেনিংয়ে খেলবে, আর বাকি সব কিছু একই থাকবে। আমি মনে করি, খুব বেশি পরিবর্তন হবে না। ভারতে সে যেভাবে খেলেছে, নির্বাচকেরা তাতে সন্তুষ্ট। নতুন বলে সে দ্রুত রান সংগ্রহ করে প্রতিপক্ষকে চাপে ফেলেছে, আমি এখানে সেটাই চাই।’ সরাসরি না বললেও, স্মিথের কথায় কনস্টাসের না খেলার সম্ভাবনা ইঙ্গিত করা হয়েছে, ‘ও যদি না খেলে, তাহলে অনেক সময় অনুশীলনে যাবে, যা তার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। আমার ২০১৩ সালের ভারত সফরের কথা মনে পড়ে, প্রথম দুটি টেস্টে আমি খেলিনি, কিন্তু নেট বোলারদের বল খেলেই অনেক কিছু শিখেছিলাম। ও খেলুক বা না খেলুক, এটা কনস্টাসের জন্য ভালো অভিজ্ঞতা হবে।’
এছাড়া, কনস্টাস যদি ওপেনিংয়ে না খেলে, অস্ট্রেলিয়া তাকে মিডল অর্ডারে খেলানোর কথা ভাবতে পারে, যেখানে তাকে নাথান ম্যাকসুয়েনি ও জশ ইংলিসের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম তিন টেস্টে ম্যাকসুয়েনি খেললেও, তার ব্যর্থতার কারণে কনস্টাসের সুযোগ এসেছে। ইংলিসেরও এখনও টেস্ট অভিষেক হয়নি।
আপনার মতামত লিখুন