বিশ্ব ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে, চলছে স্বেচ্ছাশ্রম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ণ
বিশ্ব ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে, চলছে স্বেচ্ছাশ্রম

তুরাগ নদীর তীরে আগামী ৩১ জানুয়ারি শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তাবলিগ জামাতের মাওলানা যোবায়ের অনুসারীরা স্বেচ্ছাশ্রমে ময়দানের ৯৪ শতাংশ কাজ শেষ করেছেন। প্রথম পর্ব শেষ হবে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে, দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৫ ফেব্রুয়ারি।

আল্লাহর মেহমানদের সেবায় মুসল্লি ও স্বেচ্ছাসেবীরা দিনরাত কাজ করছেন। আয়োজকদের আশা, দেশ-বিদেশ থেকে প্রচুর মুসল্লি অংশ নেবেন। ইজতেমার নিরাপত্তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাব পুরো ময়দান সিসিটিভির আওতায় রেখেছে।

অন্যদিকে, মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা ১৪ ফেব্রুয়ারি থেকে ইজতেমা আয়োজন করতে পারেন বলে জানিয়েছেন। স্থানীয় মুসল্লিরা দুই পক্ষের মধ্যে সমঝোতার আহ্বান জানিয়েছেন, যাতে ধর্মীয় এই বিশাল সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।