যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জায়মা রহমান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জায়মা রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দেবেন। বিএনপির নির্ভরযোগ্য সূত্র মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে তারেক রহমান অংশ নেবেন না, কারণ তিনি বর্তমানে তার মা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গেই যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং তিনি মাকে রেখে সফরে যেতে চান না। তবে, তারেক রহমান তার প্রতিনিধি হিসেবে মেয়ে জায়মা রহমানকে পাঠাচ্ছেন।

জায়মা রহমানের ভিসা ও অন্যান্য প্রস্তুতি চলমান রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে এটি হবে তার প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। এর আগে ১২ জানুয়ারি বিএনপির মিডিয়া সেল জানায়, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন।

১৯৫৩ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা এই অনুষ্ঠানটি মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ীসহ বিশ্বের ১০০টিরও বেশি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একত্রিত করে। এটি একটি নির্দলীয় আয়োজন যেখানে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক নেতারা একত্রিত হয়ে আলোচনা ও প্রার্থনা করেন, এবং এটি মার্কিন নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।