রেলের টিকিটে বিআরটিসি বাসে যাত্রী পরিবহন


রেলওয়ের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ঢাকা ও বিমানবন্দর রেলস্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহ রুটে রেলের টিকিটে যাত্রীরা বাসে ভ্রমণ করতে পারবেন।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা চালু থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা কমলাপুর স্টেশন পরিদর্শন করবেন।
রানিং স্টাফদের দাবিতে ২৮ জানুয়ারি থেকে সারাদেশে ট্রেন বন্ধ রয়েছে।
আপনার মতামত লিখুন