শিক্ষার্থীদের ভিসা দ্রুত প্রদান করার জন্য কানাডার প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কানাডার প্রতি বাংলাদেশি নাগরিক, বিশেষত শিক্ষার্থীদের ভিসা দ্রুত প্রক্রিয়াকরণের অনুরোধ জানিয়েছেন। ২৭ জানুয়ারি সোমবার বাংলাদেশে নবনিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান। এসময় হাইকমিশনার উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেন এবং সমাধানে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দেন, বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কানাডা হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা কানাডার হাইকমিশনার হিসেবে অজিত সিংকে স্বাগত জানান এবং তাদের মধ্যে কৃষি সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, আর্থিক খাত এবং রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় তারা দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক, বিশেষত বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, দক্ষতা উন্নয়ন ও জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনারকে বাংলাদেশ-কানাডা সম্পর্ক জোরদারে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন