সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন আজহারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ

সরকার দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যা স্বাগত জানিয়েছেন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার ফেসবুক পেজে এ সিদ্ধান্তকে স্বাগত জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদুল হক জানান, মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ করা হবে। পাশাপাশি, প্রাথমিক বিদ্যালয়ের মতো এসব মাদ্রাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি চালু এবং শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকদের অন্যান্য দাবির বাস্তবায়নও চলতি বছর থেকেই শুরু হবে। তিনি আরও জানান, শিক্ষকদের ছয় দফা দাবির প্রতি মন্ত্রণালয় সাড়া দিয়েছে এবং পুলিশের লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে।
আপনার মতামত লিখুন