সারা দেশে ট্রেন চলাচল স্থগিত, যাত্রীরা পড়েছে দুর্ভোগে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৩:০৩ পূর্বাহ্ণ
সারা দেশে ট্রেন চলাচল স্থগিত, যাত্রীরা পড়েছে দুর্ভোগে।

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাত ১২টার পর থেকে ঢাকাসহ অন্যান্য রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, যা যাত্রীদের জন্য বিপদজনক হয়ে উঠেছে।

সকালে রাজধানী ঢাকার কমলাপুর স্টেশনে অনেক যাত্রীকে ট্রেনের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে। তাঁদের মধ্যে অনেকেই জানতেন না যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একই চিত্র ছিল রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়, দিনাজপুরসহ বিভিন্ন স্টেশনে। কিছু যাত্রী বিকল্প পথে যাত্রা শুরু করেছেন।

রানিং স্টাফরা দীর্ঘদিন ধরে তাদের মূল বেতন এবং রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও অন্যান্য সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আন্দোলন করছে। গত বুধবার চট্টগ্রামের পুরোনো রেলস্টেশনে সংবাদ সম্মেলন করে তারা ২৭ জানুয়ারির মধ্যে দাবি পূরণের শর্ত দেয়, না হলে ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধের ঘোষণা দেয়।

এই কর্মীরা গার্ড, ট্রেনচালক (লোকোমাস্টার), সহকারী চালক ও টিকিট পরিদর্শক (টিটিই) হিসেবে কাজ করেন, যারা দীর্ঘ সময় ধরে ট্রেনে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ৩ নভেম্বর থেকে এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। তবে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, তাঁর মন্ত্রণালয় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করছে এবং ট্রেন চলাচল বন্ধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে না ফেলার জন্য আহ্বান জানিয়েছেন।