হাজারীবাগে ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন, এ ঘটনায় তার সাবেক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৩:৩২ পূর্বাহ্ণ

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে ৪৮ বছর বয়সী জুলেখা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার রাতে দাউরচর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর জুলেখার সাবেক স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জুলেখা বাগেরহাটের মোল্লাহাট এলাকার বাসিন্দা এবং নজরুল ইসলামের সঙ্গে ২৭ বছর সংসার করার পর দেড় মাস আগে তিনি নজরুলের আত্মীয়কে বিয়ে করেন। এই বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে নজরুল তাঁকে ছুরিকাঘাত করেন, যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, জুলেখার দুই সন্তান রয়েছে এবং তিনি বাসাবাড়িতে কাজ করতেন। আজ কাজ শেষে বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাত করা হয়।
আপনার মতামত লিখুন