মাহফুজ আলম বলেছেন, যাঁরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেবেন, তাঁদের সামনে পরাজয় অনিবার্য।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধকে স্বীকার করেই এ দেশে রাজনীতি করতে হবে। তিনি উল্লেখ করেন, যাঁরা মুক্তিযুদ্ধের বিপক্ষে যাবেন, তাঁরা অতীতে পরাজিত হয়েছেন এবং ভবিষ্যতেও পরাজিত হবেন। মাহফুজ আলম বলেন, মুক্তিযুদ্ধের পরবর্তী ইতিহাস নিয়ে আলোচনা বা সমালোচনা করা যায়, তবে মুক্তিযুদ্ধের মূল আদর্শ ও তার গুরুত্বকে অস্বীকার করা যাবে না। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মধ্যে কিছু মুক্তিযোদ্ধা ফ্যাসিস্ট হতে পারেন, তবে মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল জনগণের সংগ্রাম, যা অস্বীকার করা ঠিক নয়। তিনি মজবুতভাবে বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করলে কোনো রাজনৈতিক শক্তি জাতির পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না।
মাহফুজ আলম আরও বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা হিসেবে মুক্তিযুদ্ধের প্রকল্প পুনরুদ্ধার করেছিল। তিনি নিশ্চিত করেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও বাংলাদেশের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিগুলি অপ্রতিরোধ্য হবে।
আপনার মতামত লিখুন