“চিকিৎসক স্বপ্নীলের নিবন্ধন বাতিল, ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১:২১ অপরাহ্ণ
“চিকিৎসক স্বপ্নীলের নিবন্ধন বাতিল, ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ”

স্বাস্থ্য মন্ত্রণালয় ১৬ জানুয়ারি এলজিইডির প্রকৌশলী আফসার আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত করে চিকিৎসক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ও ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। আফসার আহমেদ ২০২৩ সালের ৯ নভেম্বর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, যেখানে তিনি এন্ডোস্কপি করাতে গিয়েছিলেন। মৃত্যুর পর, আফসারের পরিবার অভিযোগ করেন যে চিকিৎসক স্বপ্নীলের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারাবান তাহুরার স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, “বিএমডিসি ও স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে যে, আফসারের মৃত্যুর তদন্ত প্রতিবেদন অনুযায়ী ডা. মামুন আল মাহতাবের রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশ দেয়া হয়েছে।” একইসাথে, ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে, কারণ হাসপাতালটির চিকিৎসক ও কর্মকর্তারা মৃত্যুর ঘটনার ক্ষেত্রে অবহেলা করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেন, “আমি ইনকোয়ারিতে আমার বক্তব্য দিয়েছি এবং আমি মনে করি না, আমি এই ঘটনার জন্য দোষী।” তিনি আরো জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি সম্পর্কে তিনি কিছু জানেন না, তবে তিনি বিষয়টি নিয়ে আরও আলোচনা করবেন।

এদিকে, বিএমডিসি কর্তৃপক্ষ বলেছে যে, এই বিষয়টি ফাইনাল অবস্থায় রয়েছে, তবে তাদের কমিটির অনুমোদন ছাড়া কিছু বলা যাচ্ছে না। সিদ্ধান্ত গ্রহণের পর, পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

এ ঘটনাটি মূলত চিকিৎসা ক্ষেত্রে অবহেলা ও গাফিলতির কারণে মৃত্যু হওয়ার অভিযোগ এনে আফসারের ভাই খায়রুল বাশার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে লিখিত অভিযোগ করেন।