জরিপ: মোদির শাসনামলে হতাশা বাড়ছে ভারতীয়দের মধ্যে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ
জরিপ: মোদির শাসনামলে হতাশা বাড়ছে ভারতীয়দের মধ্যে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে দেশটির নাগরিকদের মধ্যে হতাশা বেড়েছে। স্থবির মজুরি, মূল্যস্ফীতি ও উচ্চ জীবনযাত্রার ব্যয়ের কারণে অনেকেই অর্থনৈতিক সংকটে ভুগছেন। বুধবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জরিপ সংস্থা সি-ভোটার-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

জরিপে অংশ নেওয়া ৩৭% মানুষ মনে করেন, আগামী বছর সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও খারাপ হতে পারে, যা ২০১৩ সালের পর সর্বোচ্চ। দুই-তৃতীয়াংশ উত্তরদাতা জানান, মোদির শাসনামলে পণ্যের দাম বেড়েছে এবং মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণের বাইরে। প্রায় অর্ধেক জানান, গত বছর তাদের আয় স্থির থাকলেও ব্যয় বেড়েছে, ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

২০২৩ সালের বাজেটে কর্মসংস্থানের জন্য ২৪ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।