ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের দাপুটে জয়, শীর্ষে উঠলো বরিশাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ
ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের দাপুটে জয়, শীর্ষে উঠলো বরিশাল

টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে যাওয়া ঢাকা ক্যাপিটালস শেষ ম্যাচেও চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় তারা। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের বড় জয় পেয়েছে ফরচুন বরিশাল, যা তাদের প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করেছে এবং রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুলেছে।

টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৫.৩ ওভারে ৭৩ রানে অলআউট হয় ঢাকা। অধিনায়ক থিসারা পেরেরা করেন সর্বোচ্চ ১৫ রান। বরিশালের হয়ে সমান ৩টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও তানভির ইসলাম।

৭৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৬.৩ ওভারে জয় তুলে নেয় বরিশাল। একমাত্র উইকেট হারান হৃদয়, যিনি ৯ বলে ১৫ রান করে আউট হন। এরপর তামিম ইকবাল ও দাবিদ মালান দ্রুত ম্যাচ শেষ করেন। মালান ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৭ রান করেন, আর তামিম ১৪ বলে করেন ২১ রান।

এই জয়ের ফলে বরিশাল প্লে-অফে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করল এবং পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল।