“ঢাকা উত্তর সিটির সাবেক মেয়রসহ ৫ জনের রিমান্ড মঞ্জুর”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৪:১৫ অপরাহ্ণ
“ঢাকা উত্তর সিটির সাবেক মেয়রসহ ৫ জনের রিমান্ড মঞ্জুর”

হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আবার রিমান্ডে নেয়া হয়েছে। বুধবার সিএমএম আদালত তাদের হাজির করে এ আদেশ দেয়।

আতিকুল ইসলামকে বাড্ডা থানার হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে নেয়া হয়। আনিসুল হক, সালমান এফ রহমান, ও আবদুল্লাহ আল মামুনকে পৃথক হত্যাচেষ্টা মামলায় ৩ দিনের রিমান্ড দেয়া হয়। এছাড়া, গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।