“তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন”

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছেন। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে তারা কলেজের মূল ফটকের সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ শিরোনামে আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীরা সাত দফা দাবি তুলে ধরেছেন, যার মধ্যে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, নতুন ভর্তি কার্যক্রম শুরু, আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, আইন ও সাংবাদিকতা বিষয়ে নতুন কোর্স চালু, যোগ্য শিক্ষক নিয়োগ, এবং আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের দাবিও রয়েছে। অনশনে অংশ নেওয়া গণিত বিভাগের শিক্ষার্থী এফ রায়হান জানান, তিনি তিতুমীরের ৩৫ হাজার শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করতে এবং ঢাকা উত্তরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলনে যোগ দিয়েছেন।
আপনার মতামত লিখুন