প্রধান উপদেষ্টা: দেশের গণমাধ্যম এখন অভূতপূর্ব স্বাধীনতা উপভোগ করছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টা: দেশের গণমাধ্যম এখন অভূতপূর্ব স্বাধীনতা উপভোগ করছে

Prof Muhammad Yunus also recipient of the US Presidential Medal of Freedom and the Congressional Gold Medal

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের প্রচুর বিস্তার ঘটছে।” বুধবার তিনি ওপেন সোসাইটি ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে প্রতিনিধি দল, ড. ইউনূসের অর্থনৈতিক সংস্কারের প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেন। সোরোস, দেশে অর্থনীতি পুনর্গঠন এবং প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণের জন্য ড. ইউনূসের প্রশংসা করেন।

ড. ইউনূস বলেন, ছাত্রদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্য একটি নতুন পথ নির্দেশ করার “বিরাট সুযোগ” নিয়ে এসেছে। তিনি গণঅভ্যুত্থান, অর্থনৈতিক সংস্কার, চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার, সাইবার নিরাপত্তা আইন এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

অ্যালেক্স সোরোস বলেন, “আমরা এই ক্ষেত্রগুলোতে আপনার প্রচেষ্টা সমর্থন করার উপায় খুঁজব।” ড. ইউনূস ফাউন্ডেশনকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং গণমাধ্যমের মাধ্যমে ভুল তথ্যের প্রচারের বিরুদ্ধে কাজ করতে আহ্বান জানান।