ফেসবুক লাইভে এসে থানার ওসিকে মারধরের হুমকি দিয়েছেন এক সন্ত্রাসী।

চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে মারধরের হুমকি দিয়েছেন সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। মঙ্গলবার রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক লাইভে তিনি এই হুমকি দেন। লাইভে সাজ্জাদ দাবি করেন, কোনোভাবেই ওসি তার হাত থেকে বাঁচতে পারবেন না এবং তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এই ঘটনায় ওসি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাজ্জাদ হোসেন একজন পলাতক সন্ত্রাসী, যাকে ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির মতো ১০টি মামলা রয়েছে। ২০২৪ সালে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জামিনে বের হয়ে ফের পলাতক হয়ে যান। সাজ্জাদ মূলত নির্মাণাধীন ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করে। পুলিশের কঠোর অবস্থানের কারণে তিনি এখন সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছেন এবং এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত।
সম্প্রতি সাজ্জাদ বিভিন্ন এলাকাতে প্রকাশ্যে গুলি করে চাঁদা আদায়ের চেষ্টা করেছেন এবং পুলিশ তার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এর মধ্যে একাধিক হত্যাকাণ্ডে তার নাম এসেছে, যেগুলোর মধ্যে শমসেরপাড়া ও বায়েজিদ বোস্তামী এলাকায় ঘটিত হত্যাকাণ্ডও রয়েছে।
আপনার মতামত লিখুন