ভারতের কুম্ভমেলায় পদদলনে ৪০ জন নিহত, আহত বহু মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ

ভারতের উত্তরপ্রদেশে কুম্ভমেলায় মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে পদদলনের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন, জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন অনেকেই, তবে সরকার আনুষ্ঠানিকভাবে নিহত ও আহতদের সংখ্যা প্রকাশ করেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মানুষকে পড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন। কুম্ভমেলায় প্রতি ১২ বছর পর পর কোটি কোটি মানুষ অংশ নেন, যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর পবিত্র জলে স্নান করতে এসে হিন্দু ধর্মাবলম্বীরা পাপমুক্তির আশায় যোগ দেন। এবারের মেলায় প্রায় ৪০ কোটি মানুষের অংশগ্রহণের আশা রয়েছে।
আপনার মতামত লিখুন