ভারতের কুম্ভমেলায় পদদলনে ৪০ জন নিহত, আহত বহু মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
ভারতের কুম্ভমেলায় পদদলনে ৪০ জন নিহত, আহত বহু মানুষ

ভারতের উত্তরপ্রদেশে কুম্ভমেলায় মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে পদদলনের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন, জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন অনেকেই, তবে সরকার আনুষ্ঠানিকভাবে নিহত ও আহতদের সংখ্যা প্রকাশ করেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মানুষকে পড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন। কুম্ভমেলায় প্রতি ১২ বছর পর পর কোটি কোটি মানুষ অংশ নেন, যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর পবিত্র জলে স্নান করতে এসে হিন্দু ধর্মাবলম্বীরা পাপমুক্তির আশায় যোগ দেন। এবারের মেলায় প্রায় ৪০ কোটি মানুষের অংশগ্রহণের আশা রয়েছে।